মুসলিমবিরোধী বিল তৈরি করায় এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সমালোচনা করেছেন দেশটির মুসলমানরা। বিষয়টি নিয়ে ১০০ জন বিশিষ্ট ফরাসি মুসলমান স্বাক্ষরিত একটি বিশেষ চিঠি সরকারকে উদ্দেশ করে পাঠানো হয়েছে। সেখানে তারা অনুরোধ জানিয়ে বলেছেন, মুসলিম নারী এবং শ্রমজীবী মুসলমানদের কলঙ্কিত করা বন্ধ করুন।
এর আগে গত ২ অক্টোবর ম্যাক্রন মন্তব্য করেছিলেন যে, ইসলাম এমন একটি ধর্ম, যা বর্তমানে সারা বিশ্বের মধ্যেই সংকটে রয়েছে। ফ্রান্সসহ বিভিন্ন দেশেই এটা দেখা যায়। সে জন্য তার সরকার ১৯০৫ সালের আইনকে আরো শক্তিশালী করতে ডিসেম্বরে একটি বিল উপস্থাপনের পরিকল্পনা করছে। যা ফ্রান্সে চার্চ-ধর্ম এবং রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে পৃথক করবে।
বিতর্কিত ওই বিলটি অনুসারে, রাষ্ট্রটি মসজিদে আন্তর্জাতিক অর্থায়নের আগমন পর্যবেক্ষণ করবে এবং ম্যাক্রনকে ধর্মীয় উগ্রপন্থী নামে অভিহিত করা মুসলিম স্কুলগুলোকে রোধ করার জন্য হোমস্কুলিং সীমাবদ্ধ করা হবে। পাশাপাশি ফরাসি ইমামদের জন্য একটি বিশেষ সার্টিফিকেট প্রোগ্রাম তৈরির সুযোগ করে দেবে।
বিষয়টি নিয়ে ফরাসি মুসলিম ডেমোক্র্যাটস ইউনিয়নের প্রতিষ্ঠাতা নাগিব আজারগুই আল জাজিরাকে বলেন, এই আইনের পেছনে একটি কলঙ্ক রয়েছে। যা মুসলিম, সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থীকরণের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করছে। এটা আইনে পরিণত হলে সারাদেশে ইসলামোফোবিয়া বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।
আমরা বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে থাকি যেখানে লোকেরা পুলিশকে ফোন করে বলে যে, আমার প্রতিবেশীর দাঁড়ি আছে অথবা মাথায় স্কার্ফ পরে, যা একটি হুমকি বলে মনে করেন তারা, যোগ করেন নাগিব আজারগুই।
ম্যাক্রনকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, মুসলিম নারীদের প্রতি লাঞ্ছনা বন্ধ করুন, তারা মাথায় স্কার্ফ পরে থাকুক বা না থাকুক। কারো পোশাক নির্বাচন যেন জাতীয় বিতর্কের বিষয় হয়ে না দাঁড়ায়। রাজনৈতিক ও গণমাধ্যমে চলা বিতর্কও বন্ধ করুন। যাদের বক্তব্যে মুসলিমবিরোধ এবং বর্ণবাদী সর্বব্যাপী হয়ে উঠেছে সেগুলো বন্ধ করুন।
আই.এ/