‘আফগান-তালেবান শান্তি আলোচনা নিয়ে রয়টার্সে ভুল রিপোর্ট’

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রণালয় ও তালেবানের মুখপাত্র আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টকে মিথ্যা বলে দাবি করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগান-তালেবান শান্তি আলোচনায় উভয় পক্ষ একটি স্থির সিদ্ধান্তে পৌঁছেছে। এক প্রতিবেদনে এখবর দিয়েছে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ।

শান্তি বিষয়ক মন্ত্রণালযের মুখপাত্র নাজিয়া আনোয়ারী বলেছেন, আফগানিস্তান তালেবান শান্তি আলোচনা সমাপ্তির বিষয়ে রয়টার্সে প্রকাশিত সংবাদটি ভুল। রিপোর্টটি অস্বীকার করেছে তালেবানরাও।

তিনটি সরকারি সুত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগান-তালেবান শান্তি আলোচনায় উভয় পক্ষই শান্তি আলোচনার প্রক্রিয়া সংক্রান্ত সিদ্ধান্তে একমত হয়েছে। এতে বলা হয়, আফগান প্রতিনিধিদের মার্কিন কর্মকর্তারা সাহায্য করেছেন।

গত ছয় দিন ধরে উভয় পক্ষের যোগাযোগ গোষ্ঠী কোনো বৈঠক করেনি।

প্রতিনিধিদের মতে, তালেবান আফগান শান্তি আলোচনায় ‘মাদার ডিল’ হিসাবে মার্কিন-তালেবান চুক্তি এবং আলোচনার একমাত্র ধর্মীয় আইনী নির্দেশিকা হিসাবে হানাফী অনুশাসনের স্বীকৃতি দাবি করেছে।

কিন্তু আফগান প্রতিনিধিরা তালেবানদের দাবির বিকল্প প্রস্তাব দেয়।

১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় আলোচনার উদ্বোধনী অনুষ্ঠান হয়। তবে উভয় পক্ষের সরাসরি আলোচনা এখনও শুরু হয়নি। উভয় পক্ষের যোগাযোগ গ্রুপের মধ্যে সাতটি বেশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ আলোচনায় উভয় পক্ষ এখনও দুটি বিষয়ে একমত হতে পারেনি। আলোচনার ধর্মীয় ভিত্তি এবং আলোচনার সাথে মার্কিন-তালেবান চুক্তির প্রাসঙ্গিকতা।

ইসমাঈল আযহারের অনুবাদ

মন্তব্য করুন