কিরগিজস্তানে নির্বাচন, বিক্ষোভের মুখে বাতিল হল ফলাফল

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

ব্যাপক বিক্ষোভের মুখে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছে কিরগিজস্তানের নির্বাচনি কর্তৃপক্ষ। নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীরা রাতভর দফায় দফায় পার্লামেন্ট ভবনে ঢুকে পড়া ছাড়াও পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। বিক্ষোভে শত শত মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিক্ষোভের জেরে প্রেসিডেন্ট সরোনবাই জিনবেকভ অভিযোগ করেন নির্দিষ্ট রাজনৈতিক শক্তি অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছেন। এরপরই মঙ্গলবার নির্বাচনি ফলাফল বাতিলের ঘোষণা দেয় দেশটির নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তানে গত রবিবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কাউন্সিল নামের এই পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। দেশটির আইন অনুযায়ী, নির্বাচনে প্রাপ্ত ভোট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বন্টন করা হয়। তবে পার্লামেন্টে কোনও আসন পেতে গেলে কোনও দলকে ন্যূনতম সাত শতাংশ ভোট পেতে হয়।

রবিবারের নির্বাচনের ফলাফলে দেখা যায় অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে মাত্র চারটি পার্লামেন্টের আসন পাওয়ার ন্যূনতম শর্ত পূরণ করেছে। এর মধ্যে তিনটি দল আবার প্রেসিডেন্ট সরোনবাই জিনবেকভের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।

এদের মধ্যে দুটি দল ২৫ শতাংশ করে ভোট পেয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানান, দেশটির নির্বাচনে ভোট কেনাবেচা এবং হস্তক্ষেপের দাবি ‘বিশ্বাসযোগ্য’ এবং মারাত্মক উদ্বেগের কারণ। এরপরই রাজধানী বিশকেকসহ বিভিন্ন শহরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট সরোনবাই জিনবেকভ অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ব্যবহার করে জনশৃঙ্খলা সহিংস করে তোলার চেষ্টা করছে একটি রাজনৈতিক শক্তি।

তিনি বলেন, ‘তারা আইন প্রয়োগকারী বাহিনীকে মানছে না, মেডিক্যাল কর্মীদের মারধর করছে আর ভবন ধ্বংস করছে।’ পরিস্থিতি আরও উত্তপ্ত করা ঠেকাতে সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রেসিডেন্ট বিরোধী দলগুলোকে তাদের সমর্থকদের রাজপথ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

আই.এ/

মন্তব্য করুন