মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় সিটি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে( একটি বেসরকারি হাসপাতাল) ডাক্তার অবহেলায় রাশিদা বেগম (২০) নামের এক প্রসূতিরোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহত রোগীর স্বজনরা এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করছেন।
তবে প্রসূতি মায়ের মৃত্যু হলেও নবজাত শিশুটি সুস্হ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. আঞ্জুমান আরা মনি। তবে ওই চিকিৎসক বলেছেন, তাদের কোন অবহেলা ছিল না। নিহত রাশিদা বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের শাহ জামাল শেখে স্ত্রী।
নিহত রোগী ভাই নূর হোসেন জানিয়েছেন, সোমবার রাতে তার বোন রাশিদা বেগমের গর্ভকালীন ব্যথা উঠলে তারা দ্রুত টেকেরহাট বন্দর এলাকার সিটি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করেন। পরেনহাসপাতালের চিকিৎসক ডা. আঞ্জুমান আরা মনি গর্ভবতী রোগীরাশিদা বেগমের রাতেই সিজার করেন এবং একটি সুস্হ শিশু জন্ম নেয়।কিন্তু রাশিদা বেগম গুরুতর অসুস্হ হয়ে পড়েন এবং তার জ্ঞান ফিরেবআসেনি।
পরে তড়িঘড়ি করে রাতেই রাশিদা বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্হা করে হাসপাতাল কর্তৃপক্ষ। নূর হোসেন বলেন, আমার বোন ডাক্তারের অবহেলার কারণে মারা যায় এবং মরা রোগী এম্বুলেন্সে করে ফরিদপুর পাঠায়। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচারচাই।রাজৈর থানার ওসি শেখ মোহম্মদ সাদী বলেন, ঘটনার খবর পেয়ে রাজৈরথানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহত রোগীর স্বজনদের সাথে কথা বলেন।স্বজনা থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তাদের আইনগত সহায়তা করব।
আই.এ/

