আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতের জন্য দায়ী এরদোগান: আসাদ

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

আর্মেনিয়া এবং আজারবাইজান সংঘাতের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে দায়ী করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রুশ সংবাদ সংস্থা আরআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এরদোগান ওই সংঘাতের ‘প্রধান উসকানিদাতা’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতের শুরু থেকেই রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।

এমন অবস্থায় শুক্রবার (২ অক্টোবর) আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠায় ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে কাজ শুরু করতে প্রস্তুত রয়েছে তারা। তবে সংঘাতে আজারবাইজানকে সমর্থন জানানো তুরস্ক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা আবারও দাবি করেছে, বিরোধপূর্ণ অঞ্চল থেকে আর্মেনিয়াকে সরে যেতে হবে।

বাশার আল-আসাদ বলেছেন, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগোরনো-কারাবাখ ঘিরে সাম্প্রতিক যে সংঘাত শুরু হয়েছে তিনিই (এরদোয়ান)এর প্রধান উসকানিদাতা এবং হোতা।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে আসাদ বলেন, নাগোরনো-কারাবাখ সংঘাতে লড়তে সিরীয় জিহাদিদের মোতায়েন করেছে তুরস্ক। তবে এই অভিযোগের ব্যাপারে কোনও ধরনের প্রমাণ দিতে পারেননি সিরীয় প্রেসিডেন্ট।

আঙ্কারা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। আর্মেনিয়াও অভিযোগ করেছে, কারাবাখ সংঘাতে আজারবাইজানকে শক্তিশালী করতে উত্তর সিরিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে।

আই.এ/

মন্তব্য করুন