নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরতমভাবে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন একলাশপুর ইউনিয়ের ৪নং ওয়ার্ডের মৃত হাজী গোলাম মোস্তফার ছেলে সাজু (২১)। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন হলেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ মেম্বার (৪৮)।
এই ঘটনায় এখনো পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ৩২ দিন পর রোববার রাত ১টায় নয়জনকে আসামি করে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। একই দিন দু’জনকে আর সোমবার আরো দু’জনকে গ্রেফতার করা হয়।
এনএইচ/