জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের ভারতীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) অজ্ঞাত স্বাধীনতাকামীদের গুলিতে দুই ভারতীয় জওয়ান নিহত হয় বলে খবর পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ‘‘সন্ত্রাসী’’ সিআরপিএফের ১১০ নম্বর ব্যাটেলিয়নের ওপর প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে।
আকস্মিক এ হামলায় আচমকা দুই সিআরপিএফ জওয়ান নিহত হন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও তিন জওয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে ভারতের সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে। এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে চিরুনি অভিযান।
আই.এ/