স্লোগান না দিয়ে তালেবানদের পরিকল্পনা করা উচিৎ: আশরাফ গনি

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি গতকাল শনিবার দেশটির পাকথিয়া প্রদেশে সফরকালে এক সমাবেশে দেওয়া বক্তব্যে বলেছেন, তালেবানদের স্লোগান দেওয়ার পরিবর্তে পরিকল্পনা করা উচিৎ। এ সময় তিনি জোর দিয়েছেন, চলমান শান্তি আলোচনা সফল হবে। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ রবিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

আশরাফ গনি বলেন, যদি আপনার (তালিবানদের) পরিকল্পনা না থাকে তাহলে স্লোগান কেউ বিশ্বাস করবে না।এমন কেউ আছে যে স্লোগান দিয়ে বিশ্বাসী হবে? আমরা তাদের চ্যালেঞ্জ জানাই। তালেবানদের আফগান ও মুসলিমদের কথা মেনে নেওয়া উচিৎ।

এসময় প্রদেশটির বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি পুরো আফগানিস্তান গড়ে তুলেছি। এখন সময় এসেছে, পাকথিয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করার।

খবরে বলা হয়েছে, প্রদেশটির কয়েকজন অভিযোগ করেছেন যে, পাকথিয়ার আধিকারিক ও নেতাদেরকে আশরাফ গনির সঙ্গে বৈঠক করার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, তাদের বৈঠকে প্রবেশ করতে দেওয়া হয়নি। খোশাল রহিম নামের একজন সাংবাদিক বলেন,  আমরা প্রাদেশিক সব সভা বর্জন ও নিউজ কাভার না করার সিদ্ধান্ত নিয়েছি।

আরেকজন সাংবাদিক জাকি বলেন,  আমরা সাংবাদিক হিসাবে এই অঞ্চলে প্রবেশ করতে পারি না, তবে অতিথি হিসাবে উপস্থিত হতে পারি।

পাকথিয়া প্রদেশেল একজন কাউন্সিলর মুখে কালো টেপ লাগিয়ে টুইটারে একটি ছবি আপলোড করেন। তিনি দাবি করেছেন, তাকে আশরাফ গনির অধিবেশনে যোগ দিতে দেওয়া হয়নি। সুলাইমানখিল জানান, কিছু পছন্দনীয় ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়, যাদের সংখ্যা কমপক্ষে ৪০০ জন ছিল।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কয়েক ঘন্টা পরই আশরাফ গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী এক টুইট বার্তায় বলেন, গনি প্রাদেশিক পরিষদের প্রতিবাদ করা সদস্যের সাথে সাক্ষাত করেছেন এবং অনুরোধ করেছেন তাদের দাবিগুলো জানাতে। তিনি দাবি শোনার জন্য সেখানে রয়েছেন।

ইসমাঈল আযহারের অনুবাদ

আই.এ/

মন্তব্য করুন