ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দনিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সচেতন শিক্ষার্থী বৃন্দের উদ্যোগে দেশ ব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসাতার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়। আজ ০৪ অক্টোবর রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গন শনিআখরা বিশ্বরোডে এ বিক্ষোভ মিছিল করা হয় ।

উক্ত বিক্ষোভ মিছিল এর আগমুহূর্ত সমাবেশে বক্তারা বলেন, যদি সিলেটের এমসি কলেজ এর ধর্ষকদের সহ দেশের সকল ধর্ষকদের আইনের আওতায় এনে যদি কঠোর শাস্তির আওতায় আনা না হয় তাহলে এদেশের ছাত্র জনতা ‘নিরাপদ সড়কের দাবি’তে যেভাবে বিক্ষোভ করেছিল তেমনি ভাবে শিক্ষার্থীরা তাদের মা বোনদের নিরাপত্তার দাবিতে আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ।

আয়োজন কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন শাহাদাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সম্রাট হোসেন সুমন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক কলেজ এর মেধাবী ছাত্র মোঃ আরিফুল ইসলাম আরিফ, সহঃ সভাপতিঃ মোঃ রায়হান ইফতেখার, সাংগঠনিক সম্পাদকঃ মিশকাত, সিয়াম, নিলা, সাবরিনাসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

এনএইচ/

মন্তব্য করুন