আজারবাইজান- আর্মেনিয়ার চলা যুদ্ধের আজ সপ্তম দিন। এখনও চলছে তুমুল যুদ্ধ। ক্রমশ এগিয়ে যাচ্ছে আজারবাইজান। ধ্বংস করেছে আর্মেনিয়ান সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র সামগ্রী। আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় শত্রুপক্ষের কত অস্ত্র ধ্বংস করেছে তার তালিকা প্রকাশ করেছে।
আজারবাইজানের বড় সাফল্য বলে মন করছে আর্মেনিয়ান সেনাদের বিপুল পরিমান ট্যাংক উড়িয়ে দেওয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি মতে, এখন পর্যন্ত তারা অন্যান্য সাঁজোয়া যানসহ অন্তত ২৩০ টি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এছাড়াও আর্মেনিয়ান বাহিনীর ২৫০টি আর্টিলারি, রকেট লঞ্চার সিস্টেম ও মর্টার ধ্বংস করতে পেরেছে আজারবাইজানের যোদ্ধারা। শত্রুপক্ষের ৩৮ টি এয়ার ডিফেন্স সিস্টেম, ১০ টি কমান্ড কন্ট্রোল অবজারবেশন ভেন্যু গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে আজারবাইজান।
আর্মেনিয়ার ৭ টি অস্ত্রভাণ্ডারসহ আজেরি বাহিনী একটি এস-৩০০ এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এবং অন্তত ১৩০ টি সেনা গাড়ি ধ্বংসের খবর প্রকাশ করেছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আই.এ/