ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগে চরম সংকটে নেতানিয়াহু

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অনেক দিন ধরেই বিক্ষোভ করছে ইসরায়েলিরা। বিক্ষোভকারীদের মূল অভিযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে।

তার পদত্যাগ চেয়ে টানা আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভ দমন করতে নতুন আইন প্রণয়ন করেছে নেতানিয়াহু সরকার। এর প্রতিবাদ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পর্যটন মন্ত্রী আসাফ জামির।

বর্তমানে ইসরায়েল শাসন করছে নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন একটি জোট। এই জোটে থাকা ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা আসাফ জামির।

ধারণা করা হচ্ছে, তার পদত্যাগের কারণে দুর্বল হয়ে পড়বে ক্ষমতাসীন জোট, যা ঝুঁকির মুখে ফেলতে পারে বর্তমান সরকারকে। বিক্ষোভ দমন করতে প্রণয়ন করা নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েলিরা তাদের বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ বা বিক্ষোভ করতে পারবে না।

ইতোমধ্যে এই আইন অনুমোদন দেওয়া হয়েছে। তবে এর বিরুদ্ধাচারণ করে পদত্যাগ করেছেন মন্ত্রী আসাফ জামির। তিনি এটিকে ‘কালো আইন’ বলে অভিহিত করেছেন।

পর্যটন মন্ত্রী আসাফ জামির আরও বলেন, যে সরকারের প্রধান ব্যক্তির ওপর আমার বিন্দুমাত্র আস্থা অবশিষ্ট নেই, সেই সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কোনো মানে হয় না।

প্রধানমন্ত্রী ইদানিং যা করছেন তা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আইনের করে মানুষের মুখ বন্ধ করার পক্ষে আমি নই, তাই সরকার থেকে পদত্যাগ করেছি। আশাকরি, দ্রুতই সংশ্লিষ্টদের বোধদয় ঘটবে।

আই.এ/

মন্তব্য করুন